Policy

প্রশ্ন ব্যাংক ব্লগে পোস্ট অথবা মন্তব্য করার পূর্বে আমাদের নীতিমালাগুলো পড়ে নিন। প্রশ্ন ব্যাংক এ আপনাকে অবশ্যই এই নীতিমালা মেনে পোস্ট অথবা মন্তব্য করতে হবে। অন্যথায়, প্রশ্ন ব্যাংক এর নীতিমালা ভঙ্গের কারণে আপনার লেখা অথবা মন্তব্য মুছে ফেলা হতে পারে এবং বারবার নীতিমালা ভঙ্গ করলে আপনার প্রশ্ন ব্যাংক এ আইডি স্থগিত করা হতে পারে।

প্রশ্ন ব্যাংক এর নীতিমালা

লেখা পোষ্ট সংক্রান্ত নীতিমালাঃ
  • প্রশ্ন ব্যাংক একটি শিক্ষা বিষয়ক ব্লগ। তাই ব্লগে লেখা প্রকাশ করতে চাইলে লেখাটি অবশ্যই শিক্ষা সম্পর্কিত এবং প্রশ্ন ব্যাংক এ অন্তর্ভুক্ত অন্তত যে কোন একটি বিভাগ সংশ্লিষ্ট হতে হবে।
  • বোর্ড প্রশ্ন সহ অন্য সকল প্রকার পরীক্ষার প্রশ্ন বা প্রশ্ন সমধান পরীক্ষার কমপক্ষে এক দিন পর প্রকাশ করতে হবে।
  • প্রশ্ন ব্যাংক এ প্রকাশিত সকল পোষ্ট সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত হতে হবে।
  • প্রকাশিত সকল পোস্ট অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে তবে প্রয়োজনে ইংরেজি ব্যবহার করা যাবে কিন্তু ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক আঞ্চলিক ভাষায় কোন পোস্ট  করা যাবে না।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ বা পত্রিকা থেকে অন্য ব্লগার, সাংবাদিক বা লেখকের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোস্ট করা যাবে না। এক্ষেত্রে মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে প্রয়োজনে প্রকাশ করা যেতে পারে তবে সেক্ষেত্রে কপিরাইট আইন মেনে কিংবা লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ করতে হবে।
  • কোন বিষয়ে শতভাগ নিশ্চিত না করে শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে কোন ভুল তথ্য বা লেখা প্রকাশ করা যাবে না।
  • প্রশ্ন ব্যাংক এ কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এ ধরনের ও রাজনৈতিক কোন পোষ্ট  করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভুল / মিথ্যা কিংবা বানোয়াট তথ্য প্রচার করা যাবে না।
  • অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোস্ট করা যাবে।
  • অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য, ভিডিও ও লেখা প্রকাশ করা যাবে না।
  • লেখা মানসম্মত না হলে বা ভুল কিংবা বিতর্কিত বলে প্রমানিত হলে কর্তৃপক্ষ যেকোন সময় এটি স্থগিত করতে বা মুছে ফেলতে পারবে।
  • প্রয়োজনে লেখকের লেখায় যে কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন করার অধিকার কর্তৃপক্ষের থাকবে।
মন্তব্য সংক্রান্ত নীতিমালাঃ
  • যথাসম্ভব বাংলা ভাষায় মন্তব্য করতে হবে।
  • মন্তব্যে কোন প্রকার আপত্তিকর এবং বাজে শব্দ ব্যবহার করা যাবে না।
  • লেখক-পাঠক কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন মন্তব্য করা যাবে না।
  • কেউ একাধিক বার আপত্তিকর মন্তব্য করলে তাকে নিষিদ্ধ করা হবে তার একাউন্ট বাতিল করা হবে।
  • মন্তব্যে কোন সাইটের প্রচারনার উদ্দেশ্যে কোন লিংক দেয়া যাবে না । তবে পোস্টের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোন কিছুর  লিংক দেয়া যাবে।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়-দায়িত্ব প্রশ্ন ব্যাংক বহন করে না।
  • এছাড়া প্রচলিত সাইবার আইন মান্য করা হবে।

No comments:

Post a Comment