Saturday, November 24, 2018

বিসিএস পরীক্ষার প্রস্তুতি - সাধারণ জ্ঞান

১। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
উত্তর : এপসন, ১৯৮১
২। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
উত্তর : স্থায়ী চুম্বক
৩। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
উত্তর : পেট্রল ইঞ্জিনে
৪। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
উত্তর : গামা রশ্মি
৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর : গামা রশ্মি
৬। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
উত্তর : ৭৩ ভাগ
৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
উত্তর : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
৮। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
উত্তর : এলুমিনিয়াম
৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তর : মাইক্রোওয়েভ
১০। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
উত্তর : লৌহ
১১। কোন মাধ্যমে শকের গতি সবচেয়ে কম?
উত্তর : কঠিন পদার্থে
১২। কম্পিটার আবিষ্কারক হলেন-
উত্তর : হাওয়ার্ড এইকেন
১৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?
উত্তর : ১৯৬৯
১৪। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
উত্তর : ত্বক
১৫। কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
উত্তর : লাল
১৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-
উত্তর : মিথেন
১৭। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
উত্তর : পরমাণু
১৮। সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
উত্তর : বায়ু প্রবাহের প্রভাব
১৯। কাজ করার সামর্থ্যকে বলে-
উত্তর :শক্তি
২০। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
উত্তর : প্রিজমের কাজ করে।
২১। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কী?
উত্তর : রাশিয়া
২২। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাজ্য
২৩। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছিল?
উত্তর : ১৫
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কোন বিভাগের শিক্ষক ছিলেন?
উত্তর : ইসলামের ইতিহাস
২৫। নেপালের শেষ রাজা কে ছিলেন?
উত্তর : জ্ঞানেন্দ্র
২৬। বাল্টিক রাষ্ট্র কয়টি?
উত্তর : ৩টি
২৭। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
উত্তর : ১৯৮২
২৮। জাপানের আইনসভার নাম কী?
উত্তর : ডায়েট
২৯। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের?
উত্তর : চীন
৩০। ২১তম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী?
উত্তর : জাবিভাকা
৩১। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল?
উত্তর : ১৭৮৯
৩২। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?
উত্তর : নেলসন ম্যান্ডেলা
৩৩। ‘ফেয়ারফ্যাক্স’ কী?
উত্তর : গোয়েন্দা সংস্থা
৩৪। ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতি পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন কবে?
উত্তর : ৮ মে, ২০১৮
৩৫। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তর : ভারত
৩৬। ক্যাটালন কোন দেশের ভাষা?
উত্তর : স্পেন
৩৭। হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড
৩৮। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?
উত্তর : ভারত-পাকিস্তান
৩৯। কোন প্রণালি ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে?
উত্তর : পানামা
৪০। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?
উত্তরঃ চীন

১১ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রশ্নঃ- একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
উত্তরঃ- ৩ জন
প্রশ্নঃ- কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
উত্তরঃ- বালি প্রশ্নঃ- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
উত্তরঃ- ১০ নিউটন
প্রশ্নঃ- ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
উত্তরঃ- ১৫ কি.মি
প্রশ্নঃ- একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
উত্তরঃ- ১৯২৫ ফুট
প্রশ্নঃ- সমুদ্র স্রোতের অন্যতম কারণ –
উত্তরঃ- বায়ু প্রবাহের প্রভাব
প্রশ্নঃ- রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
উত্তরঃ- প্রিজমের কাজ করে
প্রশ্নঃ- কাজ করার সামর্থ্যকে বলে –
উত্তরঃ- শক্তি [ad id='1172']
প্রশ্নঃ- ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
উত্তরঃ- সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
প্রশ্নঃ- মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
উত্তরঃ- ২৩ জোড়া
প্রশ্নঃ- ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
উত্তরঃ- বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
প্রশ্নঃ- ইউরিয়া সারের কাঁচামাল
উত্তরঃ- মিথেন গ্যাস
প্রশ্নঃ- সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –
উত্তরঃ- ইরি ৮
প্রশ্নঃ- বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
উত্তরঃ- একই হয়
প্রশ্নঃ- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ- মিথেন
প্রশ্নঃ- সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
উত্তরঃ- ষ্টোরেজ ব্যাটারি
প্রশ্নঃ- মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
উত্তরঃ- ওয়েভ গাইডের মধ্য দিয়ে
প্রশ্নঃ- কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
উত্তরঃ- এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
প্রশ্নঃ- মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় – [ad id='1105']
উত্তরঃ- পরমাণু
প্রশ্নঃ- He has been ill – Friday last.
উত্তরঃ- since
প্রশ্নঃ- ‘Out and out’ means :
উত্তরঃ- Thoroughly
প্রশ্নঃ- What is the verb of the word ‘ability’?
উত্তরঃ- enable
প্রশ্নঃ- May Allah help you. What kind of sentence is this ?
উত্তরঃ- Optative
প্রশ্নঃ- A rolling stone gathers no moss. what rolling’ is ?
উত্তরঃ- Adjective
প্রশ্নঃ- Which is the noun of the word beautiful ?
উত্তরঃ- Beauty
প্রশ্নঃ- Hold water means –
উত্তরঃ- Bear examination
প্রশ্নঃ- “Justice delayed is justice denied” was stated by_
উত্তরঃ- Gladstone
প্রশ্নঃ- Who is poet of the Victorian age ?
উত্তরঃ- Robert Browning
প্রশ্নঃ- Who is the author of `For Whom the Bell Tolls’ ?
উত্তরঃ- Ernest Hemingway
প্রশ্নঃ- ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ- সদাচার
প্রশ্নঃ- সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
উত্তরঃ- প্রত্যয়
প্রশ্নঃ- ‘সূর্য’ – এর প্রতিশব্দ
উত্তরঃ- আদিত্য
প্রশ্নঃ- সমাস ভাষাকে কী করে?
উত্তরঃ- সংক্ষেপ করে
প্রশ্নঃ- বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে —
উত্তরঃ- পদ
প্রশ্নঃ- কোনটি শুদ্ধ বাক্য ?
উত্তরঃ- একটা গোপনীয় কথা বলি
প্রশ্নঃ- ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
উত্তরঃ- ক্ষমার্হ
প্রশ্নঃ- কোনটি শুদ্ধ ?
উত্তরঃ- সৌজন্য
প্রশ্নঃ- ‘অর্ধচন্দ্র’ এর অর্থ –
উত্তরঃ- গলাধাক্কা দেওয়া
প্রশ্নঃ- ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তরঃ- সৈয়দ মুজতবা আলী
প্রশ্নঃ- বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তরঃ- অবরোধবাসিনী
প্রশ্নঃ- বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
উত্তরঃ- মুক্তি
প্রশ্নঃ- বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
উত্তরঃ- বিহারীলাল চক্রবর্তী
প্রশ্নঃ- ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
উত্তরঃ- মাওলানা আকরাম খাঁ
প্রশ্নঃ- ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –
উত্তরঃ- আবুল মনসুর আহমদ
প্রশ্নঃ- পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক –
উত্তরঃ- দৌলত কাজী
প্রশ্নঃ- রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
উত্তরঃ- শরৎচন্দ্র
প্রশ্নঃ- কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
উত্তরঃ- নিমরাজি
প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
উত্তরঃ- মেঘনা
প্রশ্নঃ- হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় –
উত্তরঃ- ১৯৮৬ সালে
প্রশ্নঃ- মিশুকের স্থপতি কে ?
উত্তরঃ- হামিদুজ্জামান খান
প্রশ্নঃ- বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
উত্তরঃ- রংপুর
প্রশ্নঃ- মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ- করতোয়া
প্রশ্নঃ- মা ও মণি হলো –
উত্তরঃ- একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
প্রশ্নঃ- চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য –
উত্তরঃ- দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
প্রশ্নঃ- বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
উত্তরঃ- ২ কোটি ৪০ লক্ষ একর
প্রশ্নঃ- উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তরঃ- ২০০ নটিক্যাল মাইল
প্রশ্নঃ- এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
উত্তরঃ- ইয়েমেন
প্রশ্নঃ- ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
উত্তরঃ- বার্সোলনা
প্রশ্নঃ- মালদ্বীপের মুদ্রার নাম কী ?
উত্তরঃ- রুপাইয়া
প্রশ্নঃ- জাপানের পার্লামেন্টের নাম –
উত্তরঃ- ডায়েট
প্রশ্নঃ- ওডার-নীস নদী –
উত্তরঃ- পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
প্রশ্নঃ- পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
উত্তরঃ- প্যালেষ্টাইন
প্রশ্নঃ- ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
উত্তরঃ- বিনা ‍সুদে
প্রশ্নঃ- সাউথ কমিশনের চেয়ারম্যান –
উত্তরঃ- জুলিয়াস নায়ারে
প্রশ্নঃ- আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ভিয়েনায়
প্রশ্নঃ- আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা
উত্তরঃ- Paul harris
প্রশ্নঃ- এফটা –[AFTA] বলতে বোঝায় –
উত্তরঃ- একটি বাণিজ্যিক গোষ্ঠী
প্রশ্নঃ- ‘—— সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
উত্তরঃ- ৮ ই
প্রশ্নঃ- জাতিসংঘ দিবস কোনটি?
উত্তরঃ- ২৪ অক্টোবর
প্রশ্নঃ- নামিবিয়ার রাজধানী –
উত্তরঃ- উইন্ডহুক
প্রশ্নঃ- ‘হারারে’- এর পুরাতন নাম –
উত্তরঃ- সলসবেরী
প্রশ্নঃ- বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
উত্তরঃ- ১৪ ডিসেম্বর
প্রশ্নঃ- a – {a –(a+1)} = কত
উত্তরঃ- a+1
প্রশ্নঃ- যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
উত্তরঃ- 54
প্রশ্নঃ- একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
উত্তরঃ- n/√2-1
প্রশ্নঃ- (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
উত্তরঃ- -3
প্রশ্নঃ- `syntax’ means –
উত্তরঃ- Sentence building
প্রশ্নঃ- What is the synonym of `Incite’ ?
উত্তরঃ- Instigate
প্রশ্নঃ- What is the antonym `Honorary’ ?
উত্তরঃ- Salaried
প্রশ্নঃ- Fill in the blanks He has assured me_______safety ?
উত্তরঃ- of
প্রশ্নঃ- Choose the correct sentence –
উত্তরঃ- He was hanged for murder
প্রশ্নঃ- Choose the correct sentence –
উত্তরঃ- The rich are not always happy
প্রশ্নঃ- ১ মিটার কত ইঞ্চির সমান
উত্তরঃ- ৩৯.৩৭ ইঞ্চি
প্রশ্নঃ- চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
উত্তরঃ- ৭২০ টাকা
প্রশ্নঃ- ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
উত্তরঃ- ২৫.৯৩ টাকা
প্রশ্নঃ- একটি পাত্রে ‍দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ –
উত্তরঃ- ৪ লিটার
প্রশ্নঃ- একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
উত্তরঃ- ১২৮ মিটার
প্রশ্নঃ- আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তরঃ- বেরিং
প্রশ্নঃ- ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
উত্তরঃ- ৯৯
প্রশ্নঃ- ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
উত্তরঃ- ৬৪
প্রশ্নঃ- ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
উত্তরঃ- ২২.৫°

১২ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রশ্নঃ- প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
উত্তরঃ- শাহ্ মুহাম্মাদ সগীর
প্রশ্নঃ- ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
উত্তরঃ- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
প্রশ্নঃ- বটতলার পুঁথি বলতে বোঝায়_
উত্তরঃ- দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
প্রশ্নঃ- রূপসী বাংলার কবি-
উত্তরঃ- জীবনানন্দ দাশ
প্রশ্নঃ- কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
উত্তরঃ- এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
প্রশ্নঃ- বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
উত্তরঃ- গীতিকবিতা
প্রশ্নঃ- মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
উত্তরঃ- ইউসুফ জুলেখা
প্রশ্নঃ- “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
উত্তরঃ- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ- “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
উত্তরঃ- অতুল প্রসাদ সেন
প্রশ্নঃ- মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
উত্তরঃ- পত্রকাব্য
প্রশ্নঃ- ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ- কৃষ্ণকান্তের উইল
প্রশ্নঃ- what is the noun of the Word ‘Waste’?
উত্তরঃ- Wastage
প্রশ্নঃ- What is the adjective of the word ‘Heart’?
উত্তরঃ- Heartening
প্রশ্নঃ- What is the verb of the word ‘Shortly’?
উত্তরঃ- Shorten
প্রশ্নঃ- Who, which, what are:
উত্তরঃ- Relative pronoun
প্রশ্নঃ- Who is the greatest modern English Dramatist?
উত্তরঃ- George Bernard Shaw
প্রশ্নঃ- Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
উত্তরঃ- Bertrand Russell
প্রশ্নঃ- Who is the author of ‘A Farewell to Arms’?
উত্তরঃ- Ernest Hemingway
প্রশ্নঃ- Who is the most famous satirist in English literature?
উত্তরঃ- Jonathan Swifts
প্রশ্নঃ- “Caesar and Cleopatra” is-
উত্তরঃ- A play by G. B. Shaw
প্রশ্নঃ- আকাশে বিদ্যুৎ চমকায় –
উত্তরঃ- মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
প্রশ্নঃ- ফিউশন প্রক্রিয়ায়-
উত্তরঃ- একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
প্রশ্নঃ- নিচের কোন উক্তিটি সঠিক ?
উত্তরঃ- বায়ু একটি মিশ্র পদার্থ
প্রশ্নঃ- রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –
উত্তরঃ- এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
প্রশ্নঃ- পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –
উত্তরঃ- প্রতিসরণ
প্রশ্নঃ- যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে
উত্তরঃ- ১০৫ ডি বি
প্রশ্নঃ- কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
উত্তরঃ- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
প্রশ্নঃ- পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –
উত্তরঃ- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
প্রশ্নঃ- রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
উত্তরঃ- উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
প্রশ্নঃ- গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –
উত্তরঃ- তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
প্রশ্নঃ- শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
উত্তরঃ- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
প্রশ্নঃ- শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
উত্তরঃ- তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
প্রশ্নঃ- ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
উত্তরঃ- রকেট ইঞ্জিন
প্রশ্নঃ- অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
উত্তরঃ- পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
প্রশ্নঃ- সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –
উত্তরঃ- সালফিউরিক এসিড
প্রশ্নঃ- ক্রিয়াপদের মূল অংশকে বলে—
উত্তরঃ- ধাতু
প্রশ্নঃ- এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
উত্তরঃ- অনুক্ত
প্রশ্নঃ- কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
উত্তরঃ- পাঠক
প্রশ্নঃ- বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
উত্তরঃ- বক ধার্মিক; বিড়াল তপস্বী
প্রশ্নঃ- বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
উত্তরঃ- চা, চিনি
প্রশ্নঃ- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
উত্তরঃ- ভাষাতত্ত্ববিদ
প্রশ্নঃ- শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –
উত্তরঃ- বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
প্রশ্নঃ- কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ- পাষাণ
প্রশ্নঃ- নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ- ঘোড়াকে চাবুক মার
প্রশ্নঃ- “গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
উত্তরঃ- চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্নঃ- বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
উত্তরঃ- জামালগঞ্জ
প্রশ্নঃ- কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ?
উত্তরঃ- শামসুদ্দিন ইলিয়াস শাহ্
প্রশ্নঃ- বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে –
উত্তরঃ- বিজয়পুরে
প্রশ্নঃ- মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –
উত্তরঃ- পুন্ড্রনগর
প্রশ্নঃ- বাংলাদেশের বৃহত্তম হাওড়-
উত্তরঃ- হাকালুকি
প্রশ্নঃ- কেওক্রাডং- এর উচ্চতা প্রায় –
উত্তরঃ- ১২৩০ মিটার
প্রশ্নঃ- একটি কাঁচা পাটের গাইটের ওজন
উত্তরঃ- ৪.৫ মণ
প্রশ্নঃ- ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম –
উত্তরঃ- উপকূল এক্সপ্রেস
প্রশ্নঃ- ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
উত্তরঃ- ১৬০ বর্গমাইল
প্রশ্নঃ- গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
উত্তরঃ- নেপালে জলাধার নির্মাণ
প্রশ্নঃ- ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –
উত্তরঃ- দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
প্রশ্নঃ- হাজার হ্রদের দেশ কোনটি ?
উত্তরঃ- ফিনল্যাণ্ড
প্রশ্নঃ- বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
উত্তরঃ- 1789
প্রশ্নঃ- মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
উত্তরঃ- ১৯৫৬ সালে
প্রশ্নঃ- জাপান পার্ল হারবার অক্রমন করে-
উত্তরঃ- ৭ ডিসেম্বর,১৯৪১
প্রশ্নঃ- শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
উত্তরঃ- আলজিয়ার্স চুক্তি
প্রশ্নঃ- কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
উত্তরঃ- জায়ারে
প্রশ্নঃ- জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
উত্তরঃ- ৪০,০০০
প্রশ্নঃ- ‘ট্রাফল্‌গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত-
উত্তরঃ- লন্ডন
প্রশ্নঃ- সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
উত্তরঃ- উপরের সবকটি
প্রশ্নঃ- পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
উত্তরঃ- জি.সি.সি
প্রশ্নঃ- জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
উত্তরঃ- ৩৯
প্রশ্নঃ- ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
উত্তরঃ- সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
প্রশ্নঃ- ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
উত্তরঃ- ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
উত্তরঃ- ২ মার্চ
প্রশ্নঃ- P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
উত্তরঃ- 12
প্রশ্নঃ- x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
উত্তরঃ- 2xy
প্রশ্নঃ- 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
উত্তরঃ- (2x-3)(x+1)
প্রশ্নঃ- a^4+4 এর উৎপাদক কী কী ?
উত্তরঃ- (a^2+2a+2)(a^2-2a+2)
প্রশ্নঃ- What is the synonym of ‘Delude’?
উত্তরঃ- Deceive
প্রশ্নঃ- What is the antonym of ‘Queer’?
উত্তরঃ- Orderly
প্রশ্নঃ- It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence?
উত্তরঃ- put up with
প্রশ্নঃ- সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌’হলে এর বাহুর সংখ্যা কত?
উত্তরঃ- ৮
প্রশ্নঃ- ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
উত্তরঃ- PB=PD
প্রশ্নঃ- চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –
উত্তরঃ- রম্বস
প্রশ্নঃ- একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
উত্তরঃ- ৬৪√৩ বর্গমিটার
প্রশ্নঃ- Fill in the blanks :What is the time ———- your watch?
উত্তরঃ- by
প্রশ্নঃ- Fill in the blinks: “Give my ___to him”.
উত্তরঃ- Compliments
প্রশ্নঃ- Choose the correct sentence:
উত্তরঃ- Let you and him be witnesses
প্রশ্নঃ- Choose the correct sentence:
উত্তরঃ- The police were informed of the matter
প্রশ্নঃ- Choose the correct one:
উত্তরঃ- Misspell

বাংলাদেশ বিমান বাহিনীতে 'অফিসার ক্যাডেট' নিয়োগ বিজ্ঞপ্তি



 বাংলাদেশ বিমান বাহিনী (বাংলাদেশ এয়ার ফোর্স, বিএএফ) বাংলাদেশের সামরিক বাহিনীর একটি অংশ। বর্তমানে এই বাহিনীতে ১৭,০০০ সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে বৈমানিক আছেন ৩৫০০ এর অধিক।
'বাংলার আকাশ রাখিব মুক্ত' এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এ আসামের দিমাপুরে ২৮শে সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয়। মাত্র তিনটি বিমান নিয়ে এই বাহিনীর যাত্রা শুরু হয় যার মধ্যে ছিলো একটি ডাকোটা বিমান, একটি অটার বিমান এবং একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার।[২] ১৯৭১ এ পরাজিত পাকস্তান বিমান বাহিনীর ফেলে যাওয়া পাচঁটি 'স্যাবর এফ-৮৬' ই ছিলো এই বাহিনীর প্রথম জঙ্গী বিমান। বর্তমানে সেই ডাকোটা বিমান এবং অটার বিমান দুটি বিমান বাহিনী জাদুঘর এ এবং অ্যালুয়েট-৩ হেলিকপ্টারটি আগারগাওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে প্রদর্শনের জন্য।
চাকরীর ধরনঃ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের শেষ তারিখঃ ২০/০২/২০১৯ খ্রিঃ






Saturday, November 10, 2018

ইউরোপ মহাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান

1.    প্রশ্ন: ইউরোপের আয়তন কত ?
২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি ।
2.    প্রশ্ন: ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত ?
উত্তর গোলার্ধে ।
3.    প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ ?
দ্বিতীয় ।
4.    প্রশ্ন: ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৫.৭% ।
5.    প্রশ্ন: আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম ?
তৃতীয় ।
6.    প্রশ্ন: ইউরোপের মোট উপকূল রেখা কত ?
৪১,২০৪ কি.মি. ।
7.    প্রশ্ন: আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান ?
পাঁচ ভাগের একভাগ ।
8.    প্রশ্ন: ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান ?
ক্যাম্পিয়ান সাগর ।
9.    প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
ভলগা ।
10.    প্রশ্ন: ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি ?
ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) ।
11.    প্রশ্ন: আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি ?
রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি.) ।
12.    প্রশ্ন: লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
রাশিয়া ।
13.    প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ?
দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন ।
14.    <a href="http://nuquestionbank.com">প্রশ্ন: </a>দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ব্ল্যাক ফরেস্ট থেকে ।
15.    প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?
ক্যাম্পিয়ান সাগর ।
16.    প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ?
টেমস ।
17.    প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি ?
ডগার্স ব্যাংক ।
18.    প্রশ্ন: ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি ?
রাশিয়া ।
19.    প্রশ্ন: <a href="http://nuquestionbank.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8/">ইউরোপের</a> জলবায়ুর প্রকৃতি কেমন ?
আর্দ্র ।
20.    প্রশ্ন: ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ?
পিরেনীজ পর্বত ।
21.    প্রশ্ন: ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ভলদাই পর্বত (রাশিয়া) ।
22.    প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি ?
ইউরো টানেল ।
23.    প্রশ্ন: ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি ?
মধ্য ইউরোপের সমভুমি ।
24.    প্রশ্ন: ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি ?
আল্পাস ।
25.    প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আল্পস পর্বতমালা ।
26.    প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) ।
27.    প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এলবুর্জ (৫৬৪১.৮মিটার) ।
28.    প্রশ্ন: ইউরোপের দ্বার বলা হয় কাকে ?
ভিয়েনা ।
29.    প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কাকে ?
বেলজিয়াম ।
30.    প্রশ্ন: ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি ?
ভিয়েনা ।
31.    প্রশ্ন: বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ?
বলকান ।
32.    প্রশ্ন: ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ?
স্ক্যান্ডিনেভিয়া ।
33.    প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ?
ভূমধ্যসাগর ।
34.    প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
বেননেভিস ।

লোক সাহিত্য সম্পর্কিত তথ্য

প্রশ্ন: বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি?
উঃ লোকসাহিত্য।
প্রশ্ন: <a href="http://nuquestionbank.com">লোক সাহিত্যের</a> প্রাচীনতম সৃস্টি কি?
উঃ ছড়া ও ধাঁ ধাঁ ।
প্রশ্ন: Folklore society এর কাজ কি?
উঃ লোকসাহিত্য চর্চা ও সংরক্ষন।
প্রশ্ন: মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?
উঃ বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী।
প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার অর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি ?
উঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।
প্রশ্ন: দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি।
প্রশ্ন: বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
উঃ ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।
প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?
উঃ ২৩ টি।
প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?
উঃ ড. দীনেশ চন্দ্র সেন।
প্রশ্ন: মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ সালে।
প্রশ্ন: পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
উঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

জেনে নিন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস

প্রশ্ন: তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।
প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ নুরুল আমিন।
প্রশ্ন: পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।
প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?
উঃ খাজা নাজিমউদ্দিন।
<!--Ads1-->
প্রশ্ন: প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?
উঃ শহীদ শফিউরের পিতা।
প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।
প্রশ্ন: কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে।
প্রশ্ন: পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।
প্রশ্ন: তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?
উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।
প্রশ্ন: উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?
উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।
প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ নুরুল আমিন।
প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?
উঃ খাজা নাজিমউদ্দিন।
প্রশ্ন: উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?
উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?
উঃ ১৯৫৬ সালে।
প্রশ্ন: প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?
উঃ শহীদ শফিউরের পিতা।
প্রশ্ন: ১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?
উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।